‘ধড়ক’এর মধ্য দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিকে আরও এক নতুন জুটি উপহার দিলেন করণ। এর আগে ২০১২ সালে তার প্রযোজিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’র মধ্য দিয়ে আলিয়া ভাট, বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রার অভিষেক ঘটে।
এদিকে ইশান-জাহ্নবীর প্রশংসা ছাড়াও মুক্তির প্রথম দিনেই ছবিটি বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে। একদিনেই এটি আয় করে নিয়েছে ৮ কোটি ৭১ লাখ রুপি। নায়ক-নায়িকার অভিষেক সিনেমায় বলিউডে এটিই সবচেয়ে বড় আয়।
এর আগে এই কৃতিত্ব ছিল ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার দখলে। মুক্তির প্রথম দিনে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর আয় ছিল ৭ কোটি ৭০ লক্ষ রুপি। তবে এবার ‘ধড়ক’ সেই রেকর্ড ভেঙ্গে দিল।
শুধু তাই নয়,বলিউডে প্রায় কম বেশি সমস্ত তারকার প্রথম বলিউড ছবির থেকে বেশি ব্যবসা করেছে জাহ্নবীর ‘ধড়ক’। আশা করা হচ্ছে, সামনের দিনগুলোতে এর আয় আরো দ্বিগুন হবে।
(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ২১,২০১৮)