নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ছয়জন।
শনিবার বিকেলে উপজেলার দায়েরপাড়া এলাকার নাটোর-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ট্রাকচালক ও তার সহযোগীর নাম জানা যায়নি।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম শামসুন নূর জানান, শনিবার বিকেলে রাজশাহী থেকে ছেড়ে আশা সরকার পরিবহনের একটি বাসের সঙ্গে পাবনা থেকে নাটোরগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও সহকারী মারা যান। আহত হন আরও ছয়জন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন।
ওসি আরও জানান, হতাহতদের পরিচয় জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হবে।
(দ্য রিপোর্ট/এমএসআর/জুলাই ২১, ২০১৮)