কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালীর কালামারছড়ার পাহাড়ে অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। ওই কারখানা থেকে ২০টি অস্ত্র, বিপুল গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে র‌্যাব। এসময় অস্ত্র তৈরির ২ কারিগরকে আটক করা হয়েছে।

শনিবার (২১ জুলাই) দিবাগত রাত থেকে রবিবার (২২ জুলাই) ভোর পর্যন্ত এ অভিযান চালায় র‌্যাব-৭।

আটক মো. আব্দুল হাকিম ও মোহাম্মদ শহীদুল্লাহ দীর্ঘদিন ধরে অস্ত্র তৈরি করে আসছিল।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, মহেশখালীর বিভিন্ন পাহাড়ি এলাকায় বেশ কয়েকটি অস্ত্র তৈরির কারখানা থাকার খবরে গতকাল রাতে র‌্যাবের একটি দল অভিযানে যায়। অভিযানে কালারমারছড়ার পাহাড়ে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। এসময় র‌্যাবের অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় অস্ত্র তৈরির দুই কারিগরকে আটক করা হয়।

তিনি আরও জানান, কারখানায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম, ২০টি অস্ত্র ও বিপুল গুলি উদ্ধার করা হয়। অভিযান অব্যাহত রয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ২২, ২০১৮)