১৯ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ চলু
মানিকগঞ্জ প্রতিনিধি : বৈরি আবহাওয়ার কারণে ১৯ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে।
রবিববার (২২ জুলাই) সকাল সোয়া ৭টায় থেকে লঞ্চ চলাচল শুরু হয়। এর আগে শনিবার দুপুর ১২টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ।
পাটুরিয়া ঘাট নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বৈরি আবহাওয়ার কারণে নৌরুটে দুর্ঘটনা এড়াতে শনিবার দুপুর ১২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। পরে বাতাসের তীব্রতা কমলে নদীতে ঢেউ কমে যাওয়ায় রোববার সকাল সোয়া ৭টা লঞ্চ চলাচল শুরু হয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ২২, ২০১৮)