রাজশাহীতে ট্রাকচাপায় নিহত ১
রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রেলগেট মোড়ে ট্রাক চাপায় জসিম উদ্দীন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
রবিবার (২২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দীন পেশায় একজন কসাই ছিলেন।
রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, রবিবার সকাল সাড়ে ৬টার দিকে রেলগেট বাজারে গরুর মাংস কাটার কাজে ব্যস্ত ছিলেন কয়েকজন। এ সময় রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি তাদের মাংস কাটার জায়গায় ঢুকে পড়ে। এতে ট্রাক চাপায় ঘটনাস্থলেই জসিম মারা যান। বাকিরা আহত হন।
তিনি আরও জানান, স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।
(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ২২, ২০১৮)