নড়াইলে ব্যবসায়ী আসাদুজ্জামান হত্যা মামলার সাত আসামি গ্রেফতার
নড়াইল প্রতিনিধি: নড়াইলের নড়াগাতী থানায় ১ জুলাই গোপালগঞ্জের ব্যবসায়ী ও ইটভাটা মালিক আসাদুজ্জামান শরীফ ওরফে টিটু শরীফ হত্যা মামলার সাত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
নড়াইলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মেহেদী হাসানের নেতৃত্বে ১২ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
পটুয়াখালীর কুয়াকাটা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে পলাশ চৌধুরীকে, বরিশালের গৌরনদী থেকে আব্দুল্লাহ চৌধুরী, খুলনার ডুমুরিয়া থেকে বক্কার চৌধুরী, জামালপুরের সরিষাবাড়ী থেকে তুহিন মোল্যা, মাসুদ মোল্যা, নারায়ণগঞ্জ থেকে নতুন চৌধুরী এবং চট্টগ্রাম ইপিজেড থেকে আল-আমিন শেখকে গ্রেফতার করে। তাদের বাড়ি নড়াইল জেলার নড়াগাতী থানার চরসিংগাতী গ্রামে।
রবিবার বিকেল সাড়ে পাঁচটায় পুলিশ সুপারের কার্যালয়ে তাদেরকে গণমাধ্যমকর্মীদের সামনে হাজির করা হয়।
এই বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মেহেদী হাসান জানান, গত ১০ দিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে আসাদুজ্জামান হত্যায় এজাহারভুক্ত ছয় আসামিসহ অজ্ঞাত একজনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে তিন আসামিকে গ্রেফতার করা হয়।
(দ্য রিপোর্ট/এমএসআর/জুলাই ২২, ২০১৮)
আরও পড়ুন :