চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সোমবার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে ভবনটির দ্বিতীয় তলায় সার্ভাররুম থেকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে দমকল বাহিনীর তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সিএমপির অতিরিক্ত কমিশনার মাসুদুল হাসান গণমাধ্যমকে জানান, ভবনটির দোতলায় সার্ভাররুম থেকে বেলা ১১টার দিকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে থাকলে দমকল বাহিনীকে খবর দেয়া হয়। বেলা ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশনের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দীন গণমাধ্যমকে বলেন, ‘কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট কাজ করছে।’

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ২৩, ২০১৮)