যশোরে রেললাইনের পাশে ২ যুবকের বিচ্ছিন্ন লাশ
যশোর প্রতিনিধি : যশোরে ট্রেনে কাটা অজ্ঞাত পরিচয়ে দুই যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি)।
সোমবার (২৩ জুলাই) সকাল ৬টার দিকে যশোর সদর উপজেলার বারীনগর-মথুরাপুর মাঠপাড়া এলাকায় রেললাইনের পাশ থেকে ওই দুই যুবকের লাশ উদ্ধার করা হয়।
বিচ্ছিন্ন মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে জিআরপি পুলিশ লাশ দু’টি উদ্ধার করে।
যশোর জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই মনির হোসেন জানান, সকাল ৬টার দিকে হৈবতপুর ইউপি সদস্য শাহজাহানের মাধ্যমে জানতে পারি রেললাইনের ধারে দুজনের ছিন্নভিন্ন লাশ পড়ে রয়েছে।
ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, হত্যা করে লাশ দু’টি রেললাইনে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে একজনের ধড় থেকে মাথা বিচ্ছিন্ন, অন্যজনের শরীর থেকে হাত-পা বিচ্ছিন্ন এবং মগজ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
এদের একজনের পরনে জিন্স প্যান্ট, অন্যজনের পরনে সাদা চেক লুঙ্গি রয়েছে। তাদের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে হবে বলে জানান এসআই।
(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ২৩, ২০১৮)