ইমরান এইচ সরকারকে বিদেশে যেতে বাধা না দিতে নির্দেশ
দ্য রিপোর্ট প্রতিবেদক: গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে বিদেশে যেতে বাধা না দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে তাকে গ্রেফতার ও হয়রানি না করারও নির্দেশ দিয়েছেন আদালত।
বিদেশে যেতে বাধা দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে তার করা রিটের শুনানি নিয়ে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দির হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম আমিরুল ইসলাম ও তার মেয়ে ব্যারিস্টার তানিয়া আমির।
এর আগে সোমবার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন ইমরান। ওই রিটে তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার নির্দেশনা চাওয়া হয়।
২০ জুলাই যুক্তরাষ্ট্র যাওয়ার উদ্দেশ্যে বিমানে উঠার পর তাকে বিমান থেকে নামিয়ে ফিরিয়ে দেয়া হয় বলে জানান ইমরান।
(দ্য রিপোর্ট/এমএসআর/জুলাই ২৩, ২০১৮)