দুই নেত্রীকে ঐক্যমতে আসার আহবান
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ‘২৪ ঘণ্টার মধ্যে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতাকে ঐক্যমতে পৌঁছাতে হবে- তা না হলে জনগণ আপনাদের ক্ষমা করবে না। কারণ আপনারা যেভাবে সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি করেছেন তাতে অসাংবিধানিক শক্তির হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি হচ্ছে।’ সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার বিকেলে সিপিবি-বাসদের সমাবেশে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এ কথা বলেন।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, নির্বাচন বয়কটের ঘোষণা আমরা এক মিনিটে দিতে পারি। একতরফা নির্বাচন শক্তভাবে প্রতিরোধ করা হবে। ১৪ দলের শরীক দলগুলোকে জোট থেকে বেরিয়ে আসার আহবান জানিয়ে সেলিম বলেন, পাঁচবছরে আপনারা শেখ হাসিনাকে বুঝিয়ে শুনিয়ে মানুষ করতে পারেন নাই। আপনারা ১৪ দলে থেকে বেরিয়ে আসুন। জনগণের কাতারে শামিল হন।
সমাবেশে আরো বক্তব্য রাখেন বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণ-ফোরামের নির্বাহী সভাপতি মফিজুল ইসলাম কামাল, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, প্রমুখ।
(দিরিপোর্ট২৪/এস/এমসি/নভেম্বর ০৮, ২০১৩)