দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর গুলিস্তান বঙ্গ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৪ জুলাই) সকাল ৯ টা ২৩ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় আধঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আতাউর রহমান গণমাধ্যমকে জানান, গুলিস্তান বঙ্গ বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে মোট ১৪টি ইউনিট পাঠানো হয়। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, বৈদ্যুতিক গোলোযোগের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত। অগ্নিকাণ্ডের কারণে বাজারের দ্বিতীয় ও তৃতীয় তলায় দু’টি করে মোট চারটি দোকান পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ২৪, ২০১৮)