দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের আসামে জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) হালনাগাদ তালিকা প্রকাশের ব্যাপারটি ভারতের 'অভ্যন্তরীণ' বিষয় বলে মন্তব্য করেছেন ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। 

কলকাতায় বাংলাদেশ উন্নয়নশীল দেশ হওয়া প্রসঙ্গে চলা এক কনফারেন্সে সোমবার সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা বলেন বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে একথা বলা হয়েছে।

দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী ৩০ জুলাই এনআরসির হালনাগাদ ওই তালিকা প্রকাশ হবে।

এ ব্যাপারে বাংলাদেশ কোনও হস্তক্ষেপ করবে না জানিয়ে সৈয়দ মোয়াজ্জেম আলী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সরকারি পর্যায়ে বিষয়টি আলোচনায় ওঠেনি। সুতরাং এখন পর্যন্ত ইস্যুটি তাদের অভ্যন্তরীণ। তিনি বলেন, এনআরসি নিয়ে ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যেও বিভেদ দেখেছি। আমরা তাদের অভ্যন্তরীণ ব্যপারে হস্তক্ষেপ করব না।

হাইকমিশনার মোয়াজ্জেম আলী বলেন, ভারত যখন বিষয়টি নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসবে তখনই তা 'দ্বিপক্ষীয়' হবে।

এনআরসির ফলে ভারত থেকে অনেক মানুষ বাংলাদেশে ফিরে আসার পরিস্থিতি তৈরি হলে সে বিষয়ে বাংলাদেশ কোনও সিদ্ধান্ত নিয়েছে কিনা- এমন প্রশ্নে হাইকমিশনার মোয়াজ্জেম আলী বলেন, এ ব্যাপারে আমি বিস্তারিত কিছু বলতে চাই না।

তিনি বলেন, আমরা পত্রিকার মাধ্যমে বিষয়টি জেনেছি। সমস্যার উদ্ভব কিভাবে হয়েছে সে ব্যাপারেও জানি। এ ব্যাপারে যেন সুষ্ঠু সমাধান আসে সেটাই চাইব।

উল্লেখ্য, এনআরসি রিপোর্ট অনুসারে, আসামে ৩০ লাখের বেশি মানুষ বাংলাদেশ (পূর্বতন পূর্ব পাকিস্তান) থেকে সেখানে যান। পুরুষানুক্রমে তারা আসামে বসবাস করছেন।

১৯৫১ সালে এনআরসি রিপোর্ট প্রথমবার প্রকাশ করা হয়। এই রিপোর্ট অনুসারে পরবর্তী সময়ে দেশের নির্বাচন প্রক্রিয়ায় নাম নথিভুক্ত করা হয়।

আসামে বসবাসকারী সব মানুষকে ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য এরই মধ্যে সবরকম তথ্যপ্রমাণ দেখাতে হয়েছে। ওইসব তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে সুপ্রিমকোর্টের নির্দেশনা অনুযায়ী আগামী ৩০ জুলাই প্রকাশ করা হচ্ছে এনআরসির হালনাগাদ তালিকা।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ২৪,২০১৮)