দ্য রিপোর্ট ডেস্ক : সড়কপথে তীব্র যানজটে পড়ে ক্ষোভ প্রকাশ করেছেন কবি নির্মলেন্দু গুণ। ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত যেতেই তার সময় লেগেছে ৭ ঘণ্টা। পরে অতিষ্ঠ হয়ে কবি নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

বুধবার বিকালে কবির দেয়া ওই স্ট্যাটাসটি তুলে ধরা হল: ‘৭ ঘণ্টায় ১৭ কিলোমিটার একটা মাইক্রোবাসে নেত্রকোনা যাব বলে সকাল ৯ টায় ঢাকা থেকে রওনা দিয়ে ৩ টা ৪০ মিনিটে (৬ ঘণ্টা ৪০ মিনিট) গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয় পর্যন্ত এসেছি। সারা পথে ট্রাকের রাজত্ব। জনস্বার্থে এই আনন্দদায়ক ঘটনাটি প্রচার করা হল। যাত্রীদের বলি, এই সড়কপথ হইতে সাবধান। জনাব ওবায়দুল কাদের সাহেবের কৃপাদৃষ্টি আকর্ষণ করছি। আপনাকে খুঁজেছিলাম। পাইনি। স্যাটেলাইট ক্লাবের ৫৭ নম্বর সদস্য বাংলাদেশের সড়কপথের এ কী হাল? ঢাকা থেকে ৭ ঘণ্টায় ১৭ কিলোমিটার পথ অতিক্রম করা কি কম কথা?’

(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ২৫,২০১৮)