কুড়িগ্রাম-৩ উপ-নির্বাচনে লাঙ্গল জয়ী
দ্য রিপোর্ট প্রতিবেদক : কুড়িগ্রাম-৩ আসনে (উলিপুর) প্রায় ৩ হাজার ভোট বেশি পেয়ে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন। লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির ডা. আক্কাছ আলী সরকার ৮২ হাজার ৫৯৮ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের অধ্যাপক এম এ মতিন নৌকা প্রতীকে ৭৯ হাজার ৮শত ৯৫ ভোট পেয়েছেন। নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে। জাতীয় পার্টি ২ হাজার ৭০৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছে।
জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা উপ-নির্বাচনে তাদের প্রার্থীর বিজয়ী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এই উপ-নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় মহাজোটের অধীন না থেকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি পৃথকভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ১৯৯১ সাল থেকে জাতীয় পার্টি আসনটি ধরে রাখলেও আওয়ামী লীগ আসনটি পুনরুদ্ধার করতে বদ্ধপরিকর ছিল। ফলে দল দুটির মধ্যে লড়াইটাও বেশ ভালই জমেছে।
গত ১১ মে জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম মাইদুল ইসলামের মৃত্যুতে আসনটি শূন্য হয়। গত ১০ জুন নির্বাচন কমিশন এ আসনের উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করে। আসনটিতে উলিপুর ও চিলমারী উপজেলার ১৬টি ইউনিয়ন এবং উলিপুর পৌরসভাসহ মোট ১৫৯টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে।
(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ২৫,২০১৮)