দ্য রিপোর্ট ডেস্ক : চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মুনাফায় ধস নেমেছে। আগের বছরের তুলনায় ব্যাংকটির মুনাফা কমে ছয় ভাগের এক দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে ব্যাংকটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে মাত্র ৬ পয়সা, যা আগের বছরে একই সময়ে ছিল ৩৩ পয়সা। সে হিসাবে আগের বছরের তুলনায় ব্যাংকটির মুনাফা কমেছে ২৭ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকের মতো চলতি হিসাব বছরের প্রথমার্ধেও (জানুয়ারি-জুন) ব্যাংকটির মুনাফা কমেছে। জানুয়ারি-জুন সময়ে ব্যাংকটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৫০ পয়সা, যা আগের বছরে একই সময়ে ছিল ৮১ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় শেয়ারপ্রতি মুনাফা কমেছে ৩১ পয়সা।

মুনাফা কমলেও কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য আগের বছরের তুলনায় বেড়েছে। চলতি বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ২ পয়সা, যা ২০১৭ সাল ৩০ জুন শেষে ছিল ১৫ টাকা ৯০ পয়সা।

এদিকে প্রতিষ্ঠানটির পরিচালন নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে দাঁড়িয়েছে ঋণাত্মক ৩৬ পয়সা। যা আগের বছরে একই সময়ে ছিল ঋণাত্মক ৮ টাকা ৮৬ পয়সা।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ২৬, ২০১৮)