দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দল-মত নির্বিশেষে নির্বাচিত সব জনপ্রতিনিধি এলাকার মানুষের উন্নয়নে কাজ করার সুযোগ পাবেন। প্রত্যেক জনপ্রতিনিধিকে আন্তরিকতার সঙ্গে মানুষের সেবা করতে হবে।

বৃহস্পতিবার (২৬ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সরকারের তৃণমূল থেকে উন্নয়ন পরিকল্পনা আজ সারাবিশ্বে রোল মডেল হিসেবে পরিণত হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

শুরুতেই সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়রকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে নির্বাচিত কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

প্রধানমন্ত্রী নব নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, ‘জনপ্রিতিনিধি হিসেবে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করাই প্রত্যেকের জনপ্রতিনিধির কর্তব্য। ’

দেশের মানুষের জীবনমানের পরিবর্তনের জন্য সরকার তৃণমূল থেকে উন্নয়ন করছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘উন্নয়নের এই গতিধারা অব্যাহত রাখতে হবে। পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়নের জন্য নির্বাচিত জনপ্রতিনিধিদের কাজ করতে হবে।’

নয় বছরে রাষ্ট্র পরিচালনায় অনেক ক্ষেত্রে অগ্রগতি অর্জন হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘প্রান্তিক পর্যায়ে থেকে সরকারের উন্নয়নের এই ধারণা আজ সারাবিশ্বের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রত্যেকটা গ্রামকে শহর হিসেবে গড়ে তুলে গ্রামের মানুষকে শহরের নাগরিক সুবিধা দেওয়া হবে। ’

২০২০ সালে দারিদ্র্যমুক্ত দেশ, বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী এবং ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করা হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ২৬, ২০১৮)