সিলেটে আ'লীগকে সমর্থন জাপার
দ্য রিপোর্ট প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরউদ্দীন আহমদ কামরানকে সমর্থন দিয়েছে মহাজোটের শরিক জাতীয় পার্টি (জাপা)।
আওয়মী লীগ প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও দলের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এই তথ্য জানান।
তিনি বলেন, 'শনিবার সকাল ১১টায় সংবাদ সম্মেলনে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের এই সিদ্ধান্তের কথা জানাবেন দলের সাংগঠনিক সম্পাদক এ পি ইউ তাজ রহমান।'
তফসিল ঘোষণার পর থেকে সিসিক নির্বাচন নিয়ে জাতীয় পার্টি কোনো কার্যক্রমে নেই। মহাজোটের অন্য শরিক দলগুলো নৌকা প্রতীকের পক্ষে প্রচারণায় অংশ নিলেও নীবর ভূমিকা পালন করছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা।
২০০১ সালে সিলেট সিটি করপোরেশন গঠনের পর দুই মেয়াদে মেয়র প্রার্থী দিলেও এবারের নির্বাচনে জাতীয় পার্টি কোনো মেয়র প্রার্থী দেয়নি।
গত ১৩ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ৩০ জুলাই সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। ১০ জুলাই থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়।
(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ২৭,২০১৮)