যশোরে যুবকের গলায় গামছা পেঁচানো লাশ উদ্ধার
যশোর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে মাঠ থেকে অজ্ঞাত পারিচয়ে এক যুবকের (৩০) গলায় গামছা পেঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের ডিপির মাঠ থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শিরা জানান, লুঙ্গি ও ফুলহাতা শাট পরিহিত লাশের গলায় গামছা পেঁচানো রয়েছে। স্থানীয়রা ধারণা করছেন, শুক্রবার রাতের কোনো এক সময় নিহতের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছেন দুর্বৃত্তরা।
মনিরামপুর থানার ওসি মোকাররম হোসেন বলেন, আবদুল হামিক নামে এক ব্যক্তি জমিতে কাজ করতে গিয়ে ওই লাশ দেখে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া অজ্ঞাত লাশের পরিচয়ও মেলেনি।
(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ২৮, ২০১৮)