দ্য রিপোর্ট ডেস্ক :  স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। দুই ওপেনার তামিম-আনামুলের শুরুটা মোটামুটি ভালো ছিল। ৯.৩ বলে ৩৫ রান তুলে ফেলেন দুই ওপেনার। কিন্তু ওপেনিং জুটি বড় করতে পারেননি তারা। ৩১ বলে ব্যক্তিগত ১০ রান করে ফিরে যান আনামুল হক।

তবে তামিম প্রথম ম্যাচে সেঞ্চুরি এবং দ্বিতীয় ম্যাচে ফিফটির পর তৃতীয় ম্যাচেও দারুণ এক সেঞ্চুরি করেছেন। ২ চার এবং ৭ চারের সুবাদে ১২০ বলে সেঞ্চুরি করেন তিনি। তারপরই ১০৩ রানে ফিরে যান বাংলাদেশি ওপেনার।

এর আগে আনামুলের আউটের পর আগের দু্ই ম্যাচে ফিফটি পাওয়া সাকিব আল হাসানও ভালো শুরু করেন। কিন্তু ইনিংস বড় করতে পারেননি বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার। তিনি ৪৪ বলে ৩৭ রান করে নার্সের বলে ক্যাচ দিয়ে ফিরে যান। তামিমের যোগ্য সঙ্গ দিতে পারেননি সাকিবও। এরপর সাকিবের বিদায়ের পর ক্রিজে আসেন মুশফিকুর রহিম। কিন্তু তিনিও তামিমের সঙ্গে জুঁটি গড়তে পারেননি। তামিমকে রেখে ব্যক্তিগত ১২ রানে বোল্ড হয়ে ফিরে যান বাংলাদেশ উইকেটরক্ষক।

তামিমের বিদায়ের পর মাহমুদুল্লাহর সঙ্গে ক্রিজে আছেন মাশরাফি। তিনি ১৮ বলে ২৩ রান করে ব্যাট করছেন। বাংলাদেশ ৩৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০০ রান করেছে বাংলাদেশ।

বাংলাদেশ এ ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরিবর্তিত দল নিয়েই মাঠে নেমেছে। অন্য দিকে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। শেষ ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দলে ফিরেছেন কাউরান পাওয়েল এবং শেল্ডন কটরেল। দল থেকে বাদ পড়েছেন জেসন মোহাম্মদ এবং আলজারি জোসেফ।

ব্যাটিং উইকেট বলে সেন্ট কিটসের বেশ নাম আছে। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে ব্যাটসম্যানদের জন্য বেশ উদার কিটসের উইকেট। বল কিছুটা বাউন্স হবে। তবে বল সহজে ব্যাটে আসবে বলে পিস রির্পোটে উল্লেখ করা হয়েছে। এছাড়া সেন্ট কিটসের বাউন্ডারি ছোট হওয়ায় এখানে রান করা ব্যাটসম্যানদের জন্য কিছুটা সহজ।

টস জিতে ব্যাট করার ব্যাপারে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, 'আশা করছি শুরুতে আমরা ভালো ব্যাট করতে পারবো এবং তাদের সামনে ভালো লক্ষ্য দাঁড় করাতে পারবো।' ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হোল্ডার বলেন, 'আমরা এ ম্যাচে তিন বিভাগেই ভালো করতে চাই।'


(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ২৮,২০১৮)