ম্যান অব দ্য সিরিজ তামিম
দ্য রিপোর্ট ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থতার জ্বালাটা ওয়ানডেতে মেটালেন তামিম ইকবাল। ব্যাটে ছোটালেন রানের ফোয়ারা। তার ব্যাটে ভর করে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে টাইগাররা। এই নিয়ে ৯ বছর পর ক্যারিবীয় দ্বীপে সিরিজ জিতল তারা।
বাংলাদেশের দীর্ঘদিনের আক্ষেপ ঘোচানোর সিরিজে একাধিক রেকর্ড গড়েছেন তামিম। বিশুর শিকার হয়ে ফেরার অগে ১২৪ বলে ৭ চার ও ২ ছক্কায় ১০৩ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন তিনি। এটি তার ক্যারিয়ারে ১১তম সেঞ্চুরি। এই নিয়ে বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে দুটি ভিন্ন সিরিজে একাধিক সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়েছেন ড্যাশিং ওপেনার। এছাড়া ৩ ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সফরকারী দলের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডটিও নিজের দখলে নিয়েছেন। এর আগে রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়া ব্যাটসম্যান ড্যারেন লেহম্যানের (২০৫)।
এর স্বীকৃতিও পেয়েছেন তামিম। হয়েছেন ম্যান অব দ্য সিরিজ। ২৮৭ রান নিয়ে সিরিজসেরা হয়েছেন তিনি। এই পথে দুটি সেঞ্চুরি (১৩০* ও ১০৩) ও একটি হাফসেঞ্চুরি (৫৪) করেন দেশসেরা ওপেনার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিমরন হেটমায়ারের রান ছিল ২০৭।
(দ্য রিপোর্ট/এনটি/ জুলাই ২৯, ২০১৮)