গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে পিকআপ ভ্যানের দুই আরোহী নিহত ও ছয়জন আহত হয়েছেন। শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম তারাজুল ইসলাম (৪২)। তিনি রংপুরের পীরগঞ্জ এলাকার বাসিন্দা।

তারাজুল বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মালামাল বিক্রি করতেন। নিহত অপর ব্যক্তির (৫২) পরিচয় পাওয়া যায়নি।

মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, শনিবার রাতে ময়মনসিংহের দিক থেকেএকটি ট্রাক ঢাকা যাচ্ছিল। ট্রাকটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের আনসার রোড এলাকায় হঠাৎ থেমে যায়। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা সিলভারের হাঁড়ি-পাতিলভর্তি একটি পিকআপ ওই ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং পিকআপের চালকসহ আট যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা সবাই পুরুষ এবং ওই পিকআপের আরোহী ছিলেন।

(দ্য রিপোর্ট/এনটি/ জুলাই ২৯, ২০১৮)