দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে আগামী ১৪ আগস্টের আগে শপথ নিতে যাচ্ছেন ইমরান খান। জাতীয় পরিষদে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবির্ভাব হলেও সরকার গঠন করতে তাদের অন্য দলের সমর্থন নিতে হবে।-খবর এক্সপ্রেস ট্রিবিউন ও ডন অনলাইনের।

শনিবার পাকিস্তান নির্বাচন কমিশন চূড়ান্ত ফল ঘোষণা করেছে। তাতে দেখা গেছে, সরকার গঠন করতে প্রয়োজনীয় আসন তাদের নেই।

এদিকে দুয়েক দিনের মধ্যেই দেশটির দুটি বড় দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ ও পাকিস্তান পিপলস পার্টির নেতৃবৃন্দ বৈঠকে বসতে যাচ্ছে।

পার্লামেন্টে ইমরানের তেহরিক-ই-ইনসাফ পার্টিকে কোণঠাসা করতেই সেখানে পরিকল্পনা আঁটবেন তারা।

দেশটির বিভিন্ন টেলিভিশন জানিয়েছে, পিপিপি নেতা সাইয়েদ খুরশিদ শাহ রোববার ইসলামাবাদে পিএমএল-নওয়াজ নেতা শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসবেন বলে কথা রয়েছে।

নতুন মন্ত্রিসভায় সম্ভাব্য নেতাদের নাম নিয়ে শনিবার দেশজুড়ে ব্যাপক জল্পনাকল্পনা হয়েছে। কিন্তু পিটিআই সূত্র দৈনিক ডন জানিয়েছে, বানিগালায় অনুষ্ঠিত হওয়া বৈঠকে কোনো নাম নিয়ে আলোচনা হয়নি। দলটি এখন হিসাব মেলাতেই ব্যস্ত রয়েছে।

পিটিআই নেতা শাফাকাত মাহমুদ বলেন, দলের মধ্যে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি। নতুন সরকার গঠনে সম্ভাব্য প্রতিকূলতা নিয়েই আলোচনা করতে ব্যস্ত তারা।

(দ্য রিপোর্ট/এনটি/ জুলাই ২৯, ২০১৮)