পাবনা প্রতিনিধি:  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন যেমন সুষ্ঠু ও বিশৃঙ্খলামুক্ত হয়েছে, ঠিক তেমনি ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি নির্বাচনও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে।’

রবিবার দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর ফায়ার সার্ভিসের শুভ উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপির মেয়র প্রার্থী বিশৃঙ্খলার যে আশঙ্কা করছে তা মিথ্যা। নির্বাচন নিয়ে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই।’

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘দেশের মানুষ যেভাবে জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকারকে সহায়তা করেছে, ঠিক একইভাবে মাদকের বিরুদ্ধেও সহায়তা করবে। জঙ্গি দমনের মতো বর্তমান সরকার মাদকের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করছে। এ যুদ্ধে দেশের পুলিশ প্রশাসন বুদ্ধিমত্তা দিয়ে কাজ করে যাচ্ছে। মাদকের ভয়াবহ ছোবল থেকে দেশের যুব সমাজকে রক্ষা করতে হবে। মাদক নিয়ন্ত্রণ না করতে পারলে দেশ মেধাশূন্য হয়ে পড়বে।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ১৫৬ প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) আতাউল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু।

এ সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ খান, পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এম খুরশিদ হোসেন, পাবনার জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাসুদুল আলম, সাবেক সচিব ও ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মজিবুর রহমান, বেড়া উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, বেড়া উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. আব্দুল আজিজ খান, সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুলাই ২৯, ২০১৮)