আরিফের নির্বাচন পরিচালনা কমিটির সচিব কারাগারে
সিলেট প্রতিনিধি : সিলেট সিটি নির্বাচনে বিএনপিদলীয় মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুর রাজ্জাককে কারাগারে পাঠানো হয়েছে। রোববার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের চৌকিদেখী এলাকার নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলার ঘটনায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার রাতে নগরীর চৌকিদেখী এলাকায় আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ৮৬ জনকে আসামি করে এয়ারপোর্ট থানায় মামলা করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফারুক আহমদ। শনিবার রাতে নগরীর মিরবপটুলা এলাকা থেকে পুলিশ আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে।
(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ৩০,২০১৮)