ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে ‘শঙ্কা’ প্রকাশ আরিফুলের
সিলেট প্রতিনিধি : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, জনগণ ভোট দিলে জনরায় মেনে নেব। তবে জনগণের ভোট অন্য কেউ দিলে সেটি মেনে নেওয়া যায় না। ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে ‘শঙ্কা’ প্রকাশ করেছেন তিনি।
সোমবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে নগরের রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি এ শঙ্কার কথা জানান।
আরিফুল হক বলেন, গত রাতে একটি কেন্দ্রের আলো নিভিয়ে ফেলা হয়। জনগণ সেখানে গেলে বন্দুক দেখিয়ে তাদের তাড়িয়ে দেয়া হয়। আমার আশঙ্কা প্রিসাইডিং অফিসার ব্যালটে সিল মেরে আলমারিতে রেখে দিয়েছেন; যে কোনো সময় ব্যালট বাক্সে ভরে দেবেন।
এ ছাড়া নির্বাচনে বিজয়ের ব্যাপারে কী বলব, সেটি তো প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আগেই মার্ক দিয়ে দিয়েছেন তার ফেসবুক পাতায়। তিনি নির্বাচনের আগের দিন রবিবার (২৯ জুলাই) ফেসবুক পেজে আওয়ামী লীগের প্রার্থীদের এগিয়ে থাকার বিষয়ে পোস্ট দিয়েছেন।
সিলেট সিটি নির্বাচনে ৭ মেয়রপ্রার্থী হলেও বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. বদরুজ্জামান সেলিম নির্বাচন থেকে সরে গেছেন। বাকি ৬ মেয়রপ্রার্থী মাঠে রয়েছেন। মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগের বদরউদ্দিন আহমদ কামরান ও বিএনপির আরিফুল হক চৌধুরী।
এ ছাড়া জামায়াত প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের প্রথমবার প্রার্থী হয়ে আলোচনায় আছেন। এ সিটিতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ৭৩২ ভোটার। এর মধ্যে পুরুষ এক লাখ ৭১ হাজার ৪৪৪ ও নারী ভোটার এক লাখ ৫০ হাজার ২৮৮ জন।
২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত সিলেট সিটিতে সাধারণ কাউন্সিলর পদে ১২৭ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ৩০, ২০১৮)