বিএনপির পোলিং এজেন্ট বের করে দেয়ার অভিযোগ
দ্য রিপোর্ট ডেস্ক : রাজশাহী ও বরিশালে বিএনপির এজেন্টদের উপস্থিতি নেই।
রাজশাহী থেকে বিবিসির সংবাদদাতা ১০:১৯ মিনিটে জানান, তিনি কয়েকটি কেন্দ্রে ঘুরে আওয়ামী লীগের প্রার্থী ছাড়া বিএনপি বা অন্য প্রার্থীদের পোলিং এজেন্টদের দেখতে পাননি। কেন্দ্রগুলোর বাইরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপস্থিতি দেখা গেলেও, বিএনপির কর্মীদের দেখা যাচ্ছে না।
বরিশাল থেকে সংবাদদাতা জানান, বরিশালে বিএনপি সমর্থিত প্রার্থী মো. মজিবর রহমান সরওয়ারের প্রধান নির্বাচন সমন্বয়কারী এবায়দুল হক চান দাবি করেছেন, ৫০টি কেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দেয়া হয়েছে।
(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ৩০, ২০১৮)