বরিশাল থেকে শাহানা আজমীন জানাচ্ছেন, বরিশালে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী ওবায়দুর রহমান মাহবুব। পৌনে ১২টার দিকে শহরের সদর রোডে দাঁড়িয়ে তিনি এই ঘোষণা দেন।
তিন সিটি নির্বাচনের ভোটচিত্র
দ্য রিপোর্ট ডেস্ক : আজ অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী, সিলেট, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন।সকাল থেকে ভোট দেওয়া শুরু হয়েছে। মেয়র পদে বরিশালে ৭ জন, সিলেটে ৬ জন এবং রাজশাহীতে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কেমন হচ্ছে তিন সিটির নির্বাচন-জানার জন্য সবাই মুখিয়ে আছে। ঘন্টায় ঘন্টায় আপডেট দিচ্ছেন বিভিন্ন গণমাধ্যম। এতে মোটামুটি একটা চিত্র পাঠক-দর্শকদের সামনে উঠে আসছে। বিবিসি লাইভ থেকে কিছু খন্ড চিত্র এখানে তুলে ধরা হলো-
বরিশালে নির্বাচন বর্জনের ঘোষণা ইসলামী আন্দোলনের
বরিশালে মনীষা চক্রবর্তীর অভিযোগ
বরিশাল সিটি কর্পোরেশনে মেয়র পদে প্রথম নারী প্রতিদ্বন্দ্বিতাকারী বাসদের প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী অভিযোগ করেছেন, তিনি বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বালিকা বিদ্যালয়ে গিয়ে দেখতে পান, সেই কেন্দ্রে মেয়রের কোন ভোট আর বাকি নেই। সব নৌকার পক্ষে দেয়া হয়ে গেছে বলে তিনি জানতে পারেন। তিনি এ নিয়ে প্রতিবাদ করলে তার ওপর আওয়ামী লীগের কর্মী সমর্থকরা হামলা করে বলে তিনি অভিযোগ করেছেন।
বরিশালে ইভিএম নিয়ে প্রশ্ন
বরিশালে চারটি ওয়ার্ডের ১১টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ হচ্ছে।
তবে সৈয়দ হাতেম আলী কলেজ কেন্দ্রে বিবিসির সংবাদদাতা দেখতে পেয়েছেন, ইভিএমে ভোটার আঙ্গুলের ছাপ দিয়ে সনাক্ত করার পর ভোটার নিজেই ভোট দেয়ার কথা থাকলেও, এজেন্টরাই বুথে ঢুকে ভোট দিয়ে দিচ্ছেন। আওয়ামী লীগের এজেন্টদেরই এমনটা করতে দেখা গেছে। এসব কেন্দ্রে বিএনপি ও অন্যান্য দলের এজেন্টদের দেখা যায়নি।
সুষ্ঠু ভোট হলে রায় আমাদের: আরিফুল হক চৌধুরী
সিলেটের ঝেরঝেরীপাড়া রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী। ভোট দেয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, ''নগরবাগী যদি সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, তবে রায় আমাদের পক্ষে আসবে।''
তিনি অভিযোগ করেন, ''কাল রাতেই আমার কাছে খবর এসেছে, তিনটি কেন্দ্রে ব্যালটে সিল মেরে বাক্স ভরাট করা হয়েছে।''
তবে এই অভিযোগ নাকচ করে দিয়েছেন সিলেটের রিটানিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান।
ফলাফল যাই হোক, মেনে নেবেন কামরান
সিলেটে আওয়ামী লীগের প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান বলেছেন, ভোটের ফলাফল যাই হোক না কেন, তিনি সেটি মেনে নেবেন। তিনি সবাইকে মেনে নেয়ারও আহবান জানান।
সকালে সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দেয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, 'উৎসবমুখর পরিবেশে ভোট শেষ হবে বলে আশা করছি।'
তিনটি ওয়ার্ডে গতকাল রাতেই ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে বলে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী যে অভিযোগ তুলেছেন, সে প্রসঙ্গে তিনি বলেন, 'এসব গৎবাঁধা অভিযোগ, যার কোন ভিত্তি নেই।'
কিছু অভিযোগ উঠলেও সিলেটে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে
পোলিং এজেন্টদের উপস্থিতি নেই
রাজশাহী থেকে সংবাদদাতা আনোয়ার আলী জানাচ্ছেন, তিনি কয়েকটি কেন্দ্রে ঘুরে আওয়ামী লীগের প্রার্থী ছাড়া বিএনপি বা অন্য প্রার্থীদের পোলিং এজেন্টদের দেখতে পাননি। কেন্দ্রগুলোর বাইরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপস্থিতি দেখা গেলেও, বিএনপির কর্মীদের দেখা যাচ্ছে না।
বরিশাল থেকে সংবাদদাতা শাহিনা আজমীন জানাচ্ছেন, বরিশালে বিএনপি সমর্থিত প্রার্থী মো. মজিবর রহমান সরওয়ারের প্রধান নির্বাচন সমন্বয়কারী এবায়দুল হক চান দাবি করেছেন, ৫০টি কেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দেয়া হয়েছে।
নারী ভোটারদের উপস্থিতি
তিনি সিটি কর্পোরেশন থেকে বিবিসির সংবাদদাতারা জানাচ্ছেন, প্রতিটি কেন্দ্রেই নারী ভোটারদের অনেক উপস্থিতি দেখা যাচ্ছে। অনেক স্থানে হালকা বৃষ্টি সত্ত্বেও সকাল থেকেই থেকেই তারা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।
রাজশাহীর ভোটের চিত্র
রাজশাহী: তর্ক-বিতর্কে উত্তেজনা চরমে
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র পদে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তাদের মধ্যে সরকারি দল আওয়ামী লীগের প্রার্থী এএইচএম. খায়রুজ্জামান লিটন। তিনি জাতীয় নেতা এএইচএম কামারুজ্জামানের পুত্র।
রাজশাহী শহর আওয়ামী লীগের সভাপতি মি. খায়রুজ্জামান ২০০৮-এর নির্বাচনে মেয়র হয়েছিলেন।
তার প্রতিদ্বন্দ্বী আরেক বড় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শহর কমিটির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল।
একই পদের স্বতন্ত্র প্রার্থী মুরাদ মোর্শেদ। তিনি গণ সংহতি আন্দোলনের রাজশাহী জেলার সমন্বয়ক।
ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিকুল ইসলাম এবং বাংলাদেশ জাতীয় পার্টির হাবিবুর রহমানও মেয়র পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়াও সিটি কর্পোরেশনের ৩০টি সাধারণ কাউন্সিলর পদে ১৬০ জন ও ১০টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৫২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
খায়রুজ্জামান লিটনের নির্বাচনী ঘোষণা ছিল 'চলো আবার বদলে দেই রাজশাহী'।
প্রচারণাতে তিনি স্থানীয় উন্নয়নকে বেশি প্রাধান্য দিয়েছেন। নির্বাচনী ইশতেহারে তিনি বাসা-বাড়ির কর কমানো, ব্যবসা প্রতিষ্ঠানে গ্যাস সংযোগ দেয়া এবং কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন।
অন্যদিকে, মোসাদ্দেক হোসেন বুলবুল স্থানীয় উন্নয়নের পাশাপাশি জাতীয় নানা বিষয়কে বড় করে দেখেছেন। নির্বাচিত হলে তিনি কোটা সংস্কার ও আইনের শাসন প্রতিষ্ঠার আন্দোলনে সহযোগিতা করবেন বলেছেন।
পুলিশ প্রশাসন ১৩৮টি ভোট কেন্দ্রের ১১৪টিকেই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে তাদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে। এ ছাড়াও থাকছে বিচার বিভাগীয় ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দল, বিজিবি, র্যাব এবং আনসার বাহিনী।
(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ৩০,২০১৮)