ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ শুরু
দ্য রিপোর্ট প্রতিবেদক: বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় রেল লাইন অবরোধ প্রত্যাহার করে নিয়েছে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। পরে বিকেল পৌনে ৪টার দিকে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ শুরু হয়।
ক্যান্টনমেন্ট রেলস্টেশন ম্যানেজার মোজাম্মেল হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটে শ্যাওড়া গেটে রেল লাইনের ওপর অবস্থান নেয়। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ক্যান্টনমেন্ট রেল স্টেশন ম্যানেজার মোজাম্মেল হোসেন সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা শেওড়া এলাকায় অবস্থান নিয়েছে। তাদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে আপাতত রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।
শহীদ রমিজ উদ্দিন কলেজের শিক্ষক, র্যাব-পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্দোলনরত শিক্ষার্থীদের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
(দ্য রিপোর্ট/এমএসআর/জুলাই ৩০, ২০১৮)