নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে উগ্রবাদী বই ও লিফলেট।

রবিবার (৩০ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার যাত্রামুড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আলেপউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার নুন্দাহ এলাকার আশরাফুল ইসলাম ওরফে অপু (৪৮) এবং ডেমরা সারুলিয়া ডগাইর এলাকার মিজানুর রহমান(৩১)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে রূপগঞ্জ থানায় পৃথক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে রাজধানীর পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকায় আত্মগোপনে থেকে জেএমবি’র কার্যক্রম চালিয়ে আসছিল বলে জানিয়েছে র‍্যাব।

র‌্যাব জানিয়েছে, আশরাফুল ইসলাম অপু ২০০৮ সালে জেএমবি’র গ্রেফতারকৃত শুরা সদস্য তাসলিমের মাধ্যমে দলটিতে যোগদান করে। সে মূলত পুরান ঢাকা, যাত্রাবাড়ী, ডেমরা ও নারায়ণগঞ্জ জেলায় জেএমবি’র দাওয়াতি শাখার সক্রিয় কর্মী। তার মাধ্যমে বেশ কয়েকজন সদস্য দলটিতে যোগদান করে। তার নামে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় জঙ্গি সংক্রান্ত তিনটি মামলা রয়েছে।

অপর জেএমবির সদস্য মিজানুর রহমান ২০১৪ দলটিতে যোগদান করে। এরপর থেকে সে দলের দাওয়াতি কাজে যুক্ত হয়। ডেমরা, নারায়ণগঞ্জ এলাকায় জেএমবি’র কার্যক্রম কিভাবে বাড়ানো যায়; এ নিয়ে প্রায়ই আশরাফুল ইসলাম অপুসহ অন্যদের সঙ্গে গোপন বৈঠকে মিলিত হতো।

ময়মনসিংহ ও আরামবাগ থেকে গ্রেফতারকৃত নারী জঙ্গি ফিরোজা রহমান, নাঈমা ও রুবাইয়া বিনতে নুর উদ্দিন হুরের রাণীর সঙ্গে তার স্ত্রীর মাধ্যমে পরিচিত হয়। মিজান বিভিন্ন সময় এই নারী জঙ্গিদের অনলাইনে জেএমবির বয়ান দিতো। ইতিপূর্বে গ্রেফতারকৃত নারী জঙ্গিরা এর স্বীকারোক্তি দিয়েছেন। মিজানুর রহমান মূলত জেএমবির দাওয়াতি শাখার সদস্য হিসেবে নিযুক্ত।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‍্যাব।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ৩১, ২০১৮)