নেত্রকোনায় ট্রাকের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু
নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ট্রাকের ধাক্কায় আবু চাঁন (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ জুলাই) সন্ধ্যায় উপজেলার চৌরাস্তা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবু চাঁন উপজেলার ফাজুনিয়া গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল উদ্দিন গণমাধ্যমকে জানান, সোমবার সন্ধ্যায় পূর্বধলা উপজেলার চৌরাস্তা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ ব্যক্তি নিহত হয়েছেন।
(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ৩১, ২০১৮)