রাজশাহী প্রতিনিধি : রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, নির্বাচনে গনগণ বিজয়ী করে যে দায়িত্ব দিয়েছে তা পালনের সর্বাত্মক চেষ্টা করব। এলাকার উন্নয়নে একনিষ্ঠভাবে কাজ করে যাব।

সোমবার (৩০ জুলাই) দিবাগত রাতে বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার পর তিনি এ কথা বলেন।

নির্বাচনে আওয়ামী লীগ মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন নৌকা প্রতীকে ১ লাখ ৬৬ হাজার ৩৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আর বিএনপি প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন ৭৮ হাজার ৪৯২ ভোট।

এ ছাড়া গণআন্দোলন সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ হাতি প্রতীকে ১ হাজার ৫১, ইসলামী আন্দোলনের শফিকুল ইসলাম পাখা প্রতীকে ৩ হাজার ২৩ এবং বাংলাদেশ জাতীয় পার্টির হাবিবুর রহমান কাঁঠাল প্রতীকে ভোট পেয়েছেন ৩২০।

রিটার্নিং কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, মঙ্গলবার বেলা ১১টায় সরকারিভাবে ফল ঘোষণা করা হবে। সে সময় রাসিক নির্বাচনে শতকরা হারে কত ভাগ ভোট পড়েছে তা নির্দিষ্টভাবে প্রকাশ করা হবে বলে জানান এ নির্বাচন কর্মকর্তা।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ৩১, ২০১৮)