নিউ ইয়র্কে বন্দুক হামলায় শিশুসহ নিহত ৪
দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে বন্দুক হামলার ঘটনায় পাঁচ বছরের শিশুসহ চারজন নিহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার (৩১ জুলাই) রাতের ওই ঘটনা আত্মহত্যা কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারী কর্মকর্তারা। খবর- ওয়াশিংটন পোস্ট, খালিজ টাইমসের।
কর্মকর্তারা জানিয়েছেন, রাত ৯টার কিছুটা আগে কুইন্সের অ্যাসটোরিয়া সেকশনে ওই ভবনে গুলির ঘটনা ঘটেছে বলে তারা খবর পেয়েছেন। ওই ভবনের একটি ফ্লাটের ভেতর দুজন নারী, একজন পুরুষ এবং ওই শিশুকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেছেন তারা।
তবে এই ব্যক্তিরা একে অপরের সঙ্গে সম্পর্কিত কিনা সেটা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেননি কর্মকর্তারা। তবে পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।
যদিও সূত্রগুলো বলছে, পরিস্থিতি দেখে মনে হচ্ছে এটা হত্যার পর আত্মহত্যার ঘটনা।
টেলিভিশন নিউজের ভিডিওতে দেখা গেছে, ওই ভবনটির বাইরে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। আর পুলিশ কর্মকর্তারা হেভি গিয়ার পরে ভবনের ভেতর ও বাইরে যাওয়া-আসা করছেন। এসময় স্থানীয়দেরও ঘটনাস্থলে জড়ো হতে দেখা যায়।
(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ৩১, ২০১৮)