দ্য রিপোর্ট ডেস্ক : সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুওয়াইদা প্রদেশ থেকে দ্রুজ সম্প্রদায়ের ৩৬ নারী ও শিশুকে ধরে নিয়ে গেছে জঙ্গিগোষ্ঠী আইএস।

এসব নারী ও শিশুকে গত সপ্তাহে অপহরণ করা হয় বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। খবর- আনাদোলুর।

সংস্থাটির প্রধান রামি আব্দের রহমান বলেন, গত ২৫ জুলাই ২০ নারী ও ১৬ শিশুকে ধরে নিয়ে গেছে আইএস সন্ত্রাসীরা। এদের মধ্যে চার নারী জঙ্গিদের কবল থেকে পালিয়ে নিজ এলাকায় ফিরে এসে জানান, অপহৃত দুজনকে হত্যা করেছে আইএস। অন্যরা এখনও আইএসের হাতে আটক রয়েছে।

সিরিয়ায় নিজেদের নিয়ন্ত্রিত সব শহর থেকে গত বছরের শেষ দিকে পালিয়ে যায় আইএস সন্ত্রাসীরা। এর পর গত ছয় মাসেরও বেশি সময় ধরে তাদের নৃশংসতা বন্ধ ছিল। কিন্তু গত বুধবার তারা সিরিয়ার দক্ষিণাঞ্চলে দ্রুজ সম্প্রদায়ের কয়েকটি গ্রামে হানা দিয়ে অন্তত ২৫০ ব্যক্তিকে হত্যা করে।

নৃশংস ওই হামলার সময় ৩৬ নারী ও শিশুকে জঙ্গিরা ধরে নিয়ে যায়। এখনও গ্রামটির ১৭ জন পুরুষ নিখোঁজ রয়েছেন। তাদের ভাগ্যে কী ঘটেছে তা এখনও জানা যায়নি।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ৩১, ২০১৮)