গাইবান্ধায় আ’লীগ নেতাসহ স্ত্রী ইয়াবাসহ গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবীর সুমন ও তার স্ত্রী উপজেলার ভগবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রওগোলে জান্নাত এ্যানিকে ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম ও বিয়ারের ক্যানসহ গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ জুলাই) সন্ধ্যায় গাইবান্ধা শহরের ডিসি অফিসের অদূরে হায়দার আলী নামে এক ব্যক্তির ভাড়া বাসা থেকে তাদের গেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত ফিরোজ কবির সুমন পলাশবাড়ী উপজেলা সদরের জামালপুর গ্রামের নজরুল ইসলাম দুদু মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গাইবান্ধা শহরের ডিসি অফিসের অদূরে ধানঘড়া এলাকায় হায়দার আলীর বাসা ভাড়া নিয়ে পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবীর সুমন ও তার স্ত্রী রওগোলে জান্নাত এ্যানি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে পুলিশ অভিযান চালায়। এসময় সুমন ও তার স্ত্রীকে ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম ও বিয়ারের ক্যানসহ গ্রেফতার করে পুলিশ।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার গণমাধ্যমকে জানান, ফিরোজ কবির সুমন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এদিকে আটকের পর ফিরোজ ও তার স্ত্রীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ০১, ২০১৮)