দ্য রিপোর্ট প্রতিবেদক : কানাডার ‘বোম্বার্ডিয়ের ইঙ্ক’-এর তৈরি তিনটি ড্যাশ-৮ কিউ৪০০এনজি প্লেন ক্রয়ের চুক্তি স্বাক্ষর করেছে বিমান বাংলাদেশ এয়ার লাইন্স।

বুধবার (১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল, মন্ত্রণালয়ের সচিব মুহিবুল হক ও কানাডিয়ান হাই কমিশনার বিনোদ প্রিফনতেন।

অনুষ্ঠানে বিমানের এমডি মোসাদ্দেক হোসেন ও কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের অ্যাক্টিং প্রেসিডেন্ট কার্ল মার্কুইয়িটি ক্রয় চুক্তিতে স্বাক্ষর করেন।

জানা যায়, ২০২০ সালের জুনের মধ্য প্লেন তিনটি বিমানের বহরে যোগ হবে। জি টু জি চুক্তির মাধ্যমে প্লেনগুলো সরবরাহ করবে কানাডা সরকার। আভ্যন্তরীণ রুটসহ ইয়াঙ্গুন, কলকাতার মতো রুটে এগুলো চলবে। প্রতিটি প্লেনের ভিত্তি মূল্য ধরা হয়েছে ৩৩ দশমিক ৪ মিলিয়ন ডলার।

উল্লেখ্য, ২০১৫ সালে এই ক্রয় প্রক্রিয়া শুরু হয়।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ০১, ২০১৮)