সানলাইফ ইন্স্যুরেন্সের ২% লভ্যাংশ ঘোষণা
দ্য রিপোর্ট ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের সানলাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ২ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৭ সালের আর্থিক হিসাব পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের এই পরিমাণ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ সেপ্টেম্বর, সকাল সাড়ে ১০টায়, ট্রাস্ট মিলনায়তন, তেজগাঁও, ঢাকাতে অনুষ্ঠিত হবে।
এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। ২৮ আগস্ট।
(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ০১, ২০১৮)