কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় জন্মদিনের উৎসব শেষে দলবদ্ধভাবে গোসল করতে নেমে পানিতে ডুবে শিহাব ও ফাহিম নামে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নগরীর ধর্মসাগর দীঘিতে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কুমিল্লা জিলা স্কুলের নবম শ্রেণির ছাত্র শিহাবের জন্মদিন ছিল আজ। তাই তার সহপাঠীরা ধর্মসাগর পাড়ে রানীর কুঠিতে একিত্রত হয়ে শিহাবের জন্মদিনের কেক কাটে এবং আনন্দ উচ্ছাস করে। অনুষ্ঠান শেষে বিকাল পৌনে ৩টার দিকে কয়েকজন মিলে ধর্মসাগরে নামে। এক পর্যায়ে শিহাব ও ফাহিম পানিতে তলিয়ে যায়। তাদের খুঁজে পেতে পরে খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে। সহপাঠি, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে শিহাব ও ফাহিমকে উদ্ধার করে প্রথমে একটি প্রাইভেট হাসপাতাল এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে উভয়ের স্বজন ও সহপাঠিরা হাসপাতালে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। নিহত শিহাব চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায় কর্মরত এসআই আবদুল মান্নানের ছেলেও ফাহিম বাগিচাগাঁও এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে।
কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) সালাহ উদ্দিন জানান, ২ ছাত্রের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
(দ্য রিপোর্ট/একেএমএম/ আগস্ট ০২,২০১৮)