দ্য রিপোর্ট প্রতিবেদক : শুক্রবার সকালে এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপির ভাইস চেয়ারপারসন বলেন, “আমরা বলতে চাই, সমস্ত অর্ডিন্যান্স দিয়ে আইন করা হয়, যা পরে সংসদে আইনে পরিণত করা হয়। এখন সরকার ক্যাবিনেটে শিক্ষার্থীদের নয় দফা পাস করবে কেন?

“সরকার যদি একমত হয়, প্রধানমন্ত্রী যদি মনে করেন, এই নয় দফা মেনে নেবেন. তাহলে এটা তো দুই ঘণ্টার মধ্যে অর্ডিন্যান্স জারি করে আইনে প্রয়োগ করতে পারে।”

কিন্তু সরকারের সেই সদিচ্ছা আছে বলে মনে করেন না নোমান।