তিনি বলেন, “আজকেও নরম সুরে বক্তব্য রেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, সময় পার হয়ে যাচ্ছে, তোমরা ঘরে ফিরে যাও। মন্ত্রীর এই বক্তব্যে আমি থ্রেটের গন্ধ পেয়েছি। আমি মনে করে থ্রেট না দিয়ে সরকারের উচিৎ সুন্দরভাবে কোমলমতি শিক্ষার্থীদের সমস্যা অনুধাবন করে সিদ্ধান্ত নেওয়া।”
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেরজবাবে আবদুল্লাহ আল নোমান বলেন, “আজকে মানুষের মধ্যে যে ক্ষোভ-বিক্ষোভ দানা বেঁধে উঠেছে, আজকে কিশোর-কিশোরীদের মধ্যে যে ধরনের আবেগ বিরাজ করছে এটা সামগ্রিক দেশের সমস্যা। বিএনপি ও জামায়াতের কথা বলে আবারো মূল সমস্যাকে আড়াল করার চেষ্টা হচ্ছে।”
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদের উদ্যোগেএই মানববন্ধন হয়।
সংগঠনের সভাপতি কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন গণস্বাস্থ্য সংস্থার ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।
‘মন্ত্রীদের নির্দেশেই গণপরিবহন বন্ধ’
মন্ত্রীদের নির্দেশে গণপরিবহন বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
নিরাপদ সড়কের দাবিতে সড়কে শিক্ষার্থীদের আন্দোলনের পাল্টায় শুক্রবার বাস চলাচল বন্ধ করে রেখেছে পরিবহন মালিক-শ্রমিকরা।
ঢাকার আন্তঃজেলা টার্মিনালগুলো থেকে বাস যেমন ছাড়ছে না; তেমনি বিভিন্ন জেলা থেকেও ঢাকার পথে বাস ছাড়ছে না।
সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিক দাবিগুলোকে অগ্রাহ্য করার জন্যইমন্ত্রীদের নির্দেশেই গণপরিবহন বন্ধ রাখা হয়েছে। সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছেন নিরাপত্তার কারণে পরিবহন মালিকরা বাস রাস্তায় নামাচ্ছে না।
“আপনারা গতকাল দেখেছেন কোমলমতি শিক্ষার্থীরাগাড়ি চলতে কোথাও বাধার সৃষ্টি করেনি, বরং তারা সুশৃঙ্খলভাবে গাড়ি চলতে সহায়তা করেছে, চালকদের লাইসেন্স আছে কিনা তা চেক করেছে। কিন্ত আমরা দেখতে পেলাম মন্ত্রীর গাড়ির চালকের লাইসেন্স নেই, এমপির গাড়ির কাগজপত্র নেই, আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ির কাগজপত্র ও তাদের চালকদের লাইসেন্স নেই। এটা জাতির জন্য কত বড় লজ্জার, এই অবৈধ সরকারের টনকও নড়েনি।”
সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু প্রমুখ উপস্থিত ছিলেন।
(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ০৩,২০১৮)