দ্য রিপোর্ট প্রদিবেদক : জাতীয় পার্টির (জাপা) কোনো নেতাকে টকশোতে অংশ নিতে অনুমিত নিতে হবে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের। গণমাধ্যমে সাক্ষাৎকার দিতেও অনুমতি লাগবে।

শুক্রবার এরশাদের ডেপুটি প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এরই মধ্যে এ নির্দেশনা কার্যকরা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে।

সংসদের বিরোধী দল জাপা সরকারেরও অংশীদার। মন্ত্রিসভায় আছেন দলটির তিনজন নেতা। এরশাদ মন্ত্রী পদমর্যদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত। তার দলের নেতারা জাপার দ্বৈত ভূমিকা নিয়ে গণমাধ্যমের প্রশ্নের মুখে পড়েন।

ধারণা করা হচ্ছে, এ কারণেই কড়াকড়ি আরোপ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ০৩,২০১৮)