দ্য রিপোর্ট প্রতিবেদক: সাধারণ ছাত্র-ছাত্রীরা নয়, রাজনৈতিক দুর্বৃত্তরা শনিবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, হামলায় দলের ১৭ জন নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার দুপুরে ধানমণ্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ছাত্র-ছাত্রীদের পোশাক পরিহিত কিছু উচ্ছৃঙ্খল দুর্বৃত্ত বিনা উসাকানিতে আওয়ামী লীগ অফিসের সামনে অপেক্ষমাণ নেতাকর্মীদের ওপর তেড়ে আসে এবং হামলা চালায়। এতে আহত ১৭ জন এখন চিকিৎসাধীন আছে।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর একটি ফোনালাপ ফাঁসের ঘটনা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন ষড়যন্ত্র করছে।

ওবায়দুল কাদের বলেন, এখানেও কিন্তু গোলাগুলি হয়েছে। এই পাথর (হাতে পাথর নিয়ে) আজকে স্কুল ড্রেস ছাত্র-ছাত্রীদের কাছে যা আছে, তার চেয়ে বেশি আছে ওই বিএনপি এবং তার সাম্প্রদায়িক দোসরদের হাতে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নকল আইডি কার্ড নিয়ে ওই ড্রেস পড়ে ছাত্র-ছাত্রীদের আজকে কারা এই ধরনের সংঘাতে উসকানি দিচ্ছে? আন্দোলনের নামে অরাজনৈতিক একটা আন্দোলনকে কীভাবে নোংরা রাজনৈতিক রূপ দেওয়া হচ্ছে এবং যেটা করছে বিএনপি-জামায়াত।

শিক্ষার্থীদের নয় দফা দাবি সরকার আগেই মেনে নিয়েছে উল্লেখ করে সাধারণ ছাত্র-ছাত্রীদের শান্ত থাকার পাশাপাশি ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

এদিকে দুপুরের পর থেকেই ধানমণ্ডির জিগাতলা ও আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনের সড়কে চলে দফায় দফায় সংঘর্ষ ও সহিংসতা ঘটে। এ সময় বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি মাঠে নামে বিজিবি। মাঝে পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে এলেও কয়েক দফায় থেমে থেমে চলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা।

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ০৪, ২০১৮)