উইন্ডিজদের ১৭২ রানের টার্গেট দিল টাইগারা
দ্য রিপোর্ট ডেস্ক : শুরুতে একের পর এক উইকেট পড়ে গেলেও তামিম ইকবাল ও সাকিব আল হাসানের দৃঢ়তায় বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের হাফসেঞ্চুরিতে লড়াকু সংগ্রহ পেয়েছে সফরকারীরা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭১ রান করেছে তারা।
রবিবার (৫ আগস্ট) ফ্লোরিডার লডারহিলে টস ভাগ্যে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট।তবে শুরুতেই হোঁচট খায় সফরকারীরা।স্কোরবোর্ডে ৭ রান যোগ হতেই অ্যাশলে নার্সের শিকার হয়ে ফেরেন ওপেনিংয়ে নামা লিটন দাস (১)।আস্থার প্রতিদান দিতে পারেননি ব্যাটিং পজিশন পরিবর্তন করে ওয়ানডাউনে নামা মুশফিকুর রহিম।সেই নার্সের স্পিন ভেলকিতে রাসেলকে ক্যাচ প্র্যাকটিস করিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন মিস্টার ডিপেন্ডেবল (৪)। ফের ব্যর্থ সৌম্য (১৪)। শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার আগেই সাজঘরে ফেরত আসেন তিনি।এতে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
একে একে লিটন, মুশফিক, সৌম্য ফিরে গেলেও একপ্রান্ত আগলে রাখেন তামিম। পরে সাকিবকে নিয়ে বিপর্যয় সামাল দেন তিনি।তাকে যোগ্য সহযোদ্ধার সমর্থন দেন অধিনায়কও।একপর্যায়ে জমে উঠে তাদের জুটি।এতে পথ দেখতে পায় বাংলাদেশ।দলীয় ১৩৮ রানের রাসেলের শিকার বনে ফেরেন তামিম।ফেরার আগে ৪৪ বলে ৬ চারের বিপরীতে ৪ ছক্কায় ৭৪ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি।টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি ড্যাশিং ওপেনারের ৬ষ্ঠ ফিফটি।
তামিম ফিরলেও থেকে যান সাকিব।চলতেই থাকে বিশ্বসেরা অলরাউন্ডারের তাণ্ডব। ইনিংসের ৩ বল বাকি থাকতে হার মানেন তিনি। কিমো পলের বলে মারতে গিয়ে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। এর আগে তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৭ম ফিফটি। ৩৮ বলে ৬০ রানের টর্নেডো ইনিংস খেলার পথে তিনি হাঁকান ৯ চার ও ১ ছক্কা।
শেষ পর্যন্ত ১৭১ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদ ১৩ ও আরিফুল হক ১ রানে অপরাজিত থাকে।ক্যারিবীয়দের হয়ে নার্স ও পল নেন ২টি করে উইকেট।
(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ০৫, ২০১৮)