রাবি প্রতিনিধি : নিরাপদ সড়কের দাবিতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালনের মধ্যদিয়ে রবিবার ক্লাস বর্জনের ঘোষণাসহ তিন দফা দাবি জানিয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।

শনিবার (৪ আগস্ট) রাতে রুয়েটের প্রধান ফটকের সামনে ও কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালনকালে এ দাবিগুলো পেশ করেন তারা।

দাবিগুলো হলো- নিরাপদ সড়কের ব্যবস্থা করা, শনিবার যে ঘটনা ঘটেছে তার জন্য তদন্ত কমিটি গঠন করে সুষ্ঠুভাবে তদন্ত করা, ভুক্তোভোগী শিক্ষার্থীদের যাবতীয় দায়ভার সরকারকে নেয়া।

রবিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে রুয়েটের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ০৫, ২০১৮)