দ্য রিপোর্ট প্রতিবেদক: নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি কঠোর হওয়ার ইঙ্গিত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আমাদেরও ধৈর্যের সীমা রয়েছে। সেটা অতিক্রম করলেই ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার গুলিস্তান জিরো পয়েন্টে ‘ট্রাফিক সপ্তাহ-২০১৮’ উদ্বোধন শেষে সাংবাদিকের কাছে একথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা বাহিনী ধৈর্যের পরিচয় দিচ্ছে। তার মানে এই নয় যে তারা অরাজকতা করতেই থাকবেন, আর আমরা দৃশ্য দেখতে থাকব।

তিনি বলেন, আমাদেরও ধৈর্যের সীমা রয়েছে। সেটা অতিক্রম করলেই ব্যবস্থা নেওয়া হবে।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আমি আগেও বলেছি। শিক্ষার্থীদের এই আন্দোলনকে অন্য দিকে নেওয়ার প্রচেষ্টা হচ্ছে। হাজার হাজার আইডি কার্ড গলায় ঝুলানো হয়েছে। একটাও স্কুলের ছাত্র নয়, সব প্রাপ্তবয়ষ্ক।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছোট ছোট ছেলে-মেয়েদের নানা অপপ্রচার চালিয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে। তাই ছাত্র ও অভিভাবকদের প্রতি আহ্বান, তারা যেন রাস্তা থেকে ফিরে যান।

তিনি বলেন, সামাজিক মাধ্যমজুড়ে শুধু মিথ্যাচার আর গুজব। একটি মহল কোমলমতি শিক্ষার্থীদের দাবি ভিন্নখাতে নিয়ে যেতে এই অপতৎপরতা চালাচ্ছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ০৫, ২০১৮)