ইন্দোনেশিয়ায় ৭ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
দ্য রিপোর্ট ডেস্ক: সাত মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপ। রবিবার এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। খবর সিএনএন।
এই ভূমিকম্প অনুভূত হতেই রাস্তায় নেমে আসেন স্থানীয় বাসিন্দারা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, কম্পনের উৎস ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পর পরই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সুনামির সতর্কতা জারি করা হয়। এছাড়া স্থানীয়দের উঁচু কোনও স্থানে আশ্রয় নেয়ার নির্দেশও দেয়া হয়।
উল্লেখ্য, সম্প্রতি ইন্দোনেশিয়ার হলিডে দ্বীপে প্রবল কম্পনে ১৭ জনের মৃত্যু হয়েছিল।
(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ০৫, ২০১৮)