সড়কে বাস চলছে, ভোগান্তি কমেনি
দ্য রিপোর্ট প্রতিবেদক : শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে টানা কয়েকদিন বন্ধ রাখার পর সোমবার (৬ আগস্ট) সকাল থেকে অভ্যন্তরীন ও দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। তবে সেই বাসগুলোতে ওঠতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে। ফলে এখনও ভোগান্তি থেকেই গেছে।
এর আগে রবিবার (৫ আগস্ট) রাতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ জানান, সোমবার থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে দূরপাল্লার বাসসহ সব ধরনের যান চলাচল করবে।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতি কিছুটা উন্নত। বিষয়টি নিয়ে পরিবহন মালিক সমিতির বৈঠক হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কাল (আজ সোমবার) সকাল থেকে সারাদেশে দূরপাল্লার বাসসহ সব ধরনের যান চলাচল করবে।
এদিকে সরেজমিনে ঘুরে দেখা যায়, গেলো কয়েকদিনের তুলনায় সকাল থেকেই অনেক যানবাহন রাস্তায় দেখা যাচ্ছে। তবে অনেক যাত্রী অভিযোগ করছেন, সোমবার সকাল থেকে কিছু গণপরিবহন চলছে, তবে তা অনেক বলে মনে হচ্ছে। আগের মতো এখনো পুরোপুরি বাস চলাচল শুরু হয়নি।
বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় ছাত্র আন্দোলনের মুখে স্থবির হয়ে পড়ে শহরের যান চলাচল। এই ঘটনার পর নিরাপদ সড়কসহ নয় দফা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন সড়কের যানবাহনের লাইসেন্স পরীক্ষা করতে শুরু করেন তারা। কোথাও কোথাও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে নিরাপত্তাহীনতার অজুহাতে ঢাকা শহরের সব রুটে বাস চলাচল বন্ধ রাখেন পরিবহন মালিকরা।
উল্লেখ্য, ২৯ জুলাই দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাসস্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের একটি বাসচাপায় নিহত হন মিম ও করিম নামে দুই শিক্ষার্থী। ওই দুর্ঘটনায় ১০-১৫ জন শিক্ষার্থী আহতও হন। এ ঘটনায় দিয়ার বাবা ওই দিনই ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন।
(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ০৬, ২০১৮)