সাভারে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫
সাভার প্রতিনিধি : সাভারে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে আটক করেছে পুলিশ।
রবিবার (৫ আগস্ট) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের সালেহপুর ব্রিজ থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, আমিনবাজারের সালেহপুর ব্রিজ এলাকায় মুরগি ও ডিমের ট্রাকে ডাকাতি হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে আটক করে।
এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন ডাকাত তুরাগ নদীতে লাফ দিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে। আটক ডাকাতরা ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলরত বিভিন্ন বাসেও ডাকাতি করত বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে সাভারের আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামাল গণমাধ্যমকে জানান, আটক ডাকাতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে এবং তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করে আদালতে পাঠানো হবে।
(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ০৬, ২০১৮)