মুন্সীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু
মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রিফাত (৩০) ও মো. রাসেল (২২) নামের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা উপজেলার বালাশুর এলাকার তমিজউদ্দিনের বাড়িতে কাজ করার সময়ে এই দুর্ঘটনা ঘটে।
রিফাত উপজেলার পূর্ব বাঘড়া গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে এবং রাসেল জগন্নাথপুর গ্রামের শেখ কাসেমের ছেলে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আলমগীর হোসেন গণমাধ্যমকে জানান, সড়কের পাশের একটি বাড়িতে থাই গ্লাসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে। সড়কের পাশের খুঁটি থেকে বৈদ্যুতিক লাইন থাই গ্লাসের সঙ্গে সংযুক্ত হয়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে থানায় নেওয়া হয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ০৭, ২০১৮)