পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
দ্য রিপোর্ট প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
সোমবার (৬ আগস্ট) সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রীর বাসভবনে বৈঠক করেন তারা। এসময় প্রায় পৌনে দুই ঘণ্টা বৈঠক করেন তারা। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে জানা যায়নি।
এসময় বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব এম শহীদুলও উপস্থিত ছিলেন।
গত শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরে একটি ঘরোয়া অনুষ্ঠানে যোগদানকালে বার্নিকাটের গাড়ি হামলার শিকার হয় বলে রোববার এক বিবৃতিতে জানায় দূতাবাস। বিবৃতিতে ঘটনার সময় পুলিশের নিরাপত্তা পদক্ষেপ নিয়ে সন্তোষও প্রকাশ করা হয়।
(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ০৭, ২০১৮)