বিআরটিএতে রাতে ওবায়দুল কাদের, ৫ দালাল আটক
দ্য রিপোর্ট প্রতিবেদক : মঙ্গলবার রাতে আকস্মিকভাবে ঢাকার মিরপুরে বিআরটিএ সার্কেল-১ এ অভিযান চালান তিনি।
ওবায়দুল কাদের বলেন, “বিআরটিএ মিরপুর সার্কেল অফিসে রাতে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত কাজ ঠিকমতো হচ্ছে কিনা, তা পরিদর্শন করতে এসেছি। এখন থেকে এই প্রক্রিয়া চলমান থাকবে।”
মঙ্গলবার সকাল থেকে রাত নাগাদ ১২শ গাড়িকে ফিটসেন সনদ দেয় বিআরটিএ।
অভিযানে যাওয়ার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, “আমি ফেইসবুকে মানুষের দেওয়া মেসেজ পড়ে এই প্রোগ্রাম চালু করেছি। মানুষ যে কাজটি চেয়েছে, তার প্রতিফলন আমি ঘটিয়েছি।
“আমরা চেষ্টা করছি। আজকে অভিযানে ৫জনকে আটক করা হয়েছে। আশা করি, দালালের দৌরাত্ম্য কমে যাবে।”
শুক্রবার ছাড়া সপ্তাহে প্রতিদিনই সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সারা দেশে বিআরটিএ অফিসে কাজ চলবে বলে জানান তিনি।
(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ০৮,২০১৮)