মোবাইলে গান শোনা নিয়ে ২ ভাইয়ের মারামারি, প্রাণ গেল একজনের
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মোবাইল ফোনে গান শোনা নিয়ে দুই কিশোর সহোদরের মারামারির এক পর্যায়ে ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ হারিয়েছে বড় ভাই।
বুধবার সন্ধ্যায় উপজেলার তালম ইউনিয়নের চৌড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আরমান আলী (১৩) চৌড়া গ্রামের ভ্যানচালক বাবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, দুই ভাই আরমান আলী ও স্বপন আলী (১১) সন্ধ্যায় প্রতিবেশী আবুর বাড়ির উঠানের পাশে বসে মোবাইলে গান শুনছিল। এক পর্যায়ে ছোট ভাই স্বপন তার পছন্দের গান শোনার জন্য বড় ভাই আরমানের হাত থেকে মোবাইল ফোনটি কেড়ে নেয়। এ নিয়ে দুই ভাইয়ের ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে স্বপন ক্ষিপ্ত হয়ে একটি বাঁশের লাঠি দিয়ে বড় ভাইকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই বড় ভাই আরমানের মৃত্যু হয়। ঘটনার পর স্বপন আলী পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ০৮,২০১৮)